সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৮:১৯ অপরাহ্ন
শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে রমজান মাসকে সামনে রেখে ভূর্তকি মূল্যে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
আজ রবিবার (২০ মার্চ) দুপুরে শ্রীমঙ্গল পৌরসভার ১ ও ২ নং ওয়ার্ডের ৫০০ পরিবারের মাঝে টিসিবির পণ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। উপকারভোগী প্রতিজনকে ৪৬০ টাকায় ২ লিটার সয়াবিন ১১০ টাকা লিটার দরে, ২ কেজি ডাল ৬৫ টাকা কেজি দরে এবং ২ কেজি করে চিনি ৫৫ টাকা কেজি দরে দেওয়া হচ্ছে।
শ্রীমঙ্গল পৌরসভার মহসিন অডিটরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভূর্তকি মুল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার জনাব নজরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ শামীম অর রশীদ তালুকদার, শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আছাদুজ্জামান প্রমুখ।
প্রধানমন্ত্রীর কার্যালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় আসন্ন পবিত্র রমজান উপলক্ষ্যে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে সরকার কর্তৃক নির্ধারিত ১ কোটি উপকারভোগী পরিবারের মধ্যে আজ হতে টিসিবি’র পণ্য সামগ্রী বিক্রয় কার্যক্রম সমগ্র দেশব্যাপী শুরু হয়েছে।
এই কার্যক্রমের অংশ হিসেবে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার মোট ৮ হাজার ১২৪ টি পরিবার টিসিবি’র পণ্য সামগ্রী ভর্তুকি মূল্যে কিনতে পারবে।
দুইটি ধাপে এই পণ্য সামগ্রী বিক্রয় কার্যক্রম চলমান থাকবে। প্রথম ধাপে ৩ টি পণ্য ভর্তুকি মূল্যে বিক্রয় করা হবে। এগুলো হলো– চিনি ৫৫ টাকা দরে মোট ২ কেজি, মুশুর ডাল ৬৫ টাকা দরে মোট ২ কেজি, তেল ১১০ টাকা দরে মোট ২ কেজি। প্রথম ধাপে একজন উপকারভোগী মোট ৪৬০ টাকা ব্যয় করবেন। দ্বিতীয় ধাপে এই ৩ টি পণ্যের সাথে ছোলা যুক্ত হবে।