1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০১:০৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

ব্যয়ামেও মেদ ঝরাতে পারছেন না? ডিনারের সময় এই ভুলগুলো করছেন না তো?

  • আপডেট টাইম : বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ২৭৪ বার পঠিত

অনলাইন ডেস্ক: উৎসবের মরসুম কিন্তু এখনও শেষ হয়নি। বড়দিন, বছর শেষের হুল্লোড় তো বাকি রয়েইছে, তাছাড়াও বিয়ের মরসুমের জন্য একাধিক পরিকল্পনা থাকে অনেকের। সাজগোজের প্ল্যানিংয়ের পাশাপাশি বাড়তি মেদ ঝরিয়ে ফেলা নিয়েও চিন্তাভাবনা থাকে সকলের। যে কারণে ইন্টারনেট ঘেঁটে নিজেরাই ডায়েট চার্ট বানিয়ে ফেলেন কেউ কেউ। চলতি ধারণাকে মনের মধ্যে রেখে, শরীরের চাহিদা না বুঝেই ডায়েট করতে শুরু করেন বহু মানুষ। পুষ্টিবিদেরা বলছেন, এর ফলে মেদ ঝরা তো দূরের কথা, আরও মোটা হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিশেষত ডিনারের সময় এমন কিছু ভুল অনেকেই করেন, যার কারণে বহু চেষ্টা করেও ওজন কমে না অনেকের। সেগুলো কী কী?

১. অনেকেই রাতে ডিনার স্কিপ করে যান। ডিনার ঠিকমতো না করলে অনেকক্ষণ পেট খালি থাকে। ফলে সকালে ব্রেকফাস্টে অতিরিক্ত খাবার খেয়ে ফেলেন অনেকে। এর কারণে ওজন বাড়তে পারে। তাই ডিনার স্কিপ করতে নিষেধ করছেন বিশেষজ্ঞরা।

২. দুপুর থেকে রাতের মধ্যে ভারী খাবার খাওয়ার মাঝে পেট খালি রাখবেন না। মাঝে হালকা কোনও স্ন্যাকস খান।  অনেকক্ষণ পেট খালি রাখলে ডিনারে অতিরিক্ত খাওয়ার প্রবণতা দেখা যায়।

৩. রাতে খাওয়ার মাঝে টেলিভিশন দেখলে বা আড্ডা দিলে, কার্বোহাইড্রেট জাতীয় খাবারের প্রতি ঝোঁক বাড়ে অনেকের। পুষ্টিবিদেরা বলছেন, ডিনারের সময় শান্ত হয়ে খেলে খাবার তাড়াতাড়ি হজম হয়। ক্যালোরিযুক্ত খাবারের প্রতি ঝোঁকও কমে।

৪. অতিরিক্ত তৈলাক্ত, মশলাদার খাবার রাতে এড়িয়ে চলুন। হালকা এবং গরম খাবার খাওয়ার চেষ্টা করুন রাতে। এর ফলে খাবার তাড়াতাড়ি হজম হয়, ঘুমও ভাল হয়।

৫. রাত ৮টার মধ্যে ডিনার সেরে ফেলার চেষ্টা করুন। রাতে বেশি প্রোটিনযুক্ত খাবার রাখুন পাতে।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..