সোমবার, ২৩ জুন ২০২৫, ০৩:২৬ পূর্বাহ্ন
কিন্তু এমন কথা কেন লিখলেন শ্রীলেখা? এ প্রশ্নের উত্তর জানতে ভারতীয় একটি সংবাদমাধ্যম তার সঙ্গে যোগাযোগ করে। কারণ ব্যাখ্যা করে শ্রীলেখা বলেন, ‘এক. বেঁচে থাকতে কেউ খোঁজ নেবেন না। মৃত্যুর পর সবাই জড়ো হবেন। এটা আমি চাই না। দুই. বেঁচে থাকতে আমার সব খারাপ, আর মৃত্যুর পরে সব ভালো—এটাও কাম্য নয়।’ইচ্ছাপত্র লিখে যেতে চান শ্রীলেখা। তা উল্লেখ করে এই অভিনেত্রী বলেন, ‘আমার ইচ্ছা, শান্তিতে, নীরবে চলে যাব। এখনও আমার বাড়িতে ইন্ডাস্ট্রির লোকজনের ভিড় নেই, তখনও যেন না হয়। আমার এই ইচ্ছার কথা মেয়েকে আর ঘনিষ্ঠজনদের জানিয়ে যাব। পাশাপাশি আলাদা করে ইচ্ছাপত্রেও লিখে যাব। আমার শেষযাত্রায় আত্মীয়-স্বজন ও কাছের মানুষেরা শামিল হবেন।’