1. newsmkp@gmail.com : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. info@fxdailyinfo.com : admi2017 :
  3. admin@mkantho.com : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

কুলাউড়ায় ৬ ঘন্টা পর সচল বিদ্যুৎ সরবরাহ

  • আপডেট টাইম : রবিবার, ২৭ মার্চ, ২০২২
  • ৩৯৮ বার পঠিত

কুলাউড়া প্রতিনিধি :: মৌলভীবাজারের কুলাউড়া বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডে কুলাউড়াসহ তিন উপজেলায় ৬ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার পর সচল করা হয়েছে।

রবিবার (২৭ মার্চ) সকাল ৮টায় কুলাউড়া বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোলরুমে এ অগ্নিকাণ্ড সংঘটিত হয়।

জানা যায়, রবিবার সকাল ৮টার দিকে কুলাউড়া বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের কন্ট্রোলরুমে আকস্মিকভাবে অগ্নিকাণ্ড সংঘটিত হয়। অগ্নিকাণ্ডে কন্ট্রোলরুমের ব্রেকার সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যাওয়ায় কুলাউড়া, জুড়ী ও বড়লেখাসহ তিন উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়ে। খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সুলায়মান আহমদের নেতৃত্বে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ওয়্যারহাউজ ইন্সপেক্টর সুলেয়মান আহমদ জানান, বিদ্যুৎ অফিসের কন্ট্রোল রুমে পর্যাপ্ত পরিমাণ অগ্নিনির্বাপণ যন্ত্র ছিল না। অগ্নিকাণ্ডে প্রায় পাঁচ লক্ষ টাকার যন্ত্রপাতি পুড়ে বিনষ্ট হয়ে যায় বলে জানান তিনি।

কুলাউড়া বিদ্যুৎ অফিসের নির্বাহী প্রকৌশলী ওসমান গণি জানান, অগ্নিকাণ্ডে কন্ট্রোলরুমের ১১ হাজার কেভি লাইনের ইন-কামিং ব্রেকারসহ অন্যান্য যন্ত্রপাতি বিনষ্ট হয়।

পরে জরুরিভাবে মেরামত কাজ শুরু করে দীর্ঘ ৬ ঘন্টা পর দুপুর ২টায় পুনরায় ৩ উপজেলায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা পুনরায় চালু করা হয়।

 

 

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..