শুক্রবার, ১৩ জুন ২০২৫, ১২:৫০ পূর্বাহ্ন
এস এম মেহেদী হাসান : মৌলভীবাজারে প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা ডিজিটাল আ্যপ কাউন্সিলিং ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। রোববার (২৭ মার্চ) দিনব্যাপি মৌলভীবাজার শহরস্থ বেঙ্গল কনভেনশন হলে Orientation on PPFP Digilal Counseling Application অনুষ্ঠিত হয়। ওরিয়েন্টেশনে মৌলভীবাজার সদর হাসপাতালের ২জন নার্স, MCWC থেকে ২জন এবং শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২ জন মিডওয়াইফ অংশ নেন। অংশগ্রহণকারীদেরকে ডিজিটাল অ্যাপস ব্যবহারের মাধ্যমে গুণগত প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা কাউন্সেলিং করানোর পদ্ধতি সম্পর্কে সম্যক ধারণা দেয়া হয়। এবং এই অ্যাপস রক্ষণাবেক্ষণ এবং অপারেশন কি সেই সম্পর্কে আরো গুণগত ফিডব্যাক প্রদানের অনুরোধ করা হয়।
আগামী চারদিন তারা, প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতি নিতে আসা মহিলাদের সঙ্গে যে কাউন্সিলিং করবেন, তা ট্যাব এ অ্যাপসের মাধ্যমে করবেন। প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা ডিজিটাল আ্যপ কাউন্সিউলিং ওরিয়েন্টেশন অ্যাপলিকেশনের ভার্চুয়ালী সংযুক্ত হয়ে অংশগ্রহণকারীদের সঙ্গে কথা কলেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, সিলেট বিভাগের পরিচালক ( যুগ্মসচিব) মোঃ কুতুবউদ্দিন। পরবর্তী পরিবার পরিকল্পনা ডিজিটাল আ্যপ কাউন্সিউলিং ওরিয়েন্টেশনে বক্তব্য দেন, মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের উপ পরিচালক আব্দুর রাজ্জাক।
ওরিয়েন্টেশনে প্রশিক্ষক হিসেবে আলোচনা করেন, জাপাইগো’র টেকনিক্যাল অফিসার ডা: রাহনুমা তামান্না, জেলা ম্যানেজার সাইফুল ইসলাম, এমএনই মোঃ সাইদুর রহমান।