1. newsmkp@gmail.com : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. info@fxdailyinfo.com : admi2017 :
  3. admin@mkantho.com : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

ফলোআপ: অবাধে টিলা কাটাই কাল হলো তিন শিশুর- কুলাউড়ায় নিহত তিন শিশুর বাড়িতে চলছে শোকের মাতম

  • আপডেট টাইম : রবিবার, ২৭ মার্চ, ২০২২
  • ৮৮৫ বার পঠিত

সৈয়দ আশফাক তানভীর, কুলাউড়াঃ কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের ইসলামনগর গ্রামে টিলার মাটি চাপায় নিহত তিন শিশুর পরিবারে চলছে শোকের মাতম। টিলা অধ্যুষিত ভাটেরা এলাকায় দীর্ঘদিন থেকে অবাধে টিলা কাটার অভিযোগ থাকলেও টিলা কাটা বন্ধ করণে কার্যকর কোন প্রদক্ষেপ না নেয়ায় আতংকে থাকেন ওই এলাকার বাসিন্দারা। বৃষ্টির মৌসুম শুরু হলে সেই আতংক আারো বেড়ে যায়। সেই আতংকই এবার কাল হলো মাটি চাপায় নিহত তিন শিক্ষার্থীর জীবনে।
কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে গত শনিবার দুপুরে পাখির বাসা (মাছরাঙ্গা) খুঁজতে গিয়ে ইসলাম নগর গ্রামের আব্দুস সালামের পুত্র নাহিদ ইসলাম (১২), আব্দুল করিমের পুত্র কবির হোসেন (৮), ও তছবিুর রহমানের পুত্র নুরুল আমীন সুমন (১৩) টিলার মাটি চাপায় ঘটনাস্থলে মৃত্যুবরণ করে। নিহত তিনজনই মাদ্রাসা ছাত্র। এ ঘটনায় তাদের পরিবারে ও এলাকায় চলছে শোকের মাতম। শনিবার রাত ১১টায় ভাটেরায় শাহী ঈদগাহ মাঠে তাদের জানাযা শেষে দাফন করা হয়। তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনের নির্দেশে স্থানীয় ইউপি চেয়ারম্যান নিহত তিন শিশুর পরিবারে ১৫ হাজার টাকা অনুদান দিয়েছেন।
জানা যায়, নিহত নাহিদ ইসলাম ও নুরুল আমীন সুমন স্থানীয় সাইফুল তাহমিনা আলিম মাদ্রাসার ৬ষ্ঠ ও ৮ম শ্রেণির ছাত্র এবং কবির হোসেন বদরুল নুরুল ইবতেদায়ী মাদরাসার ২য় শ্রেণির ছাত্র।
নাহিদ ইসলামের মা রায়না বেগম কান্নাজড়িত কন্ঠে বলেন, আমি আমার ছেলেকে আগেও বলেছি, বাবা তুই পাখির ছানা ধরতে যাসনি গেলে পাখির অভিশাপ লাগবো। তবুও আমার ছেলে পাখির ছানা ধরতে গেছে। আইজ তুই কইরে বাবা? আর কি তুই কখনো ফিরে আসবে?
স্থানীয়দের অভিযোগ, ভাটেরা রাবার বাগানসহ ইউনিয়নের বিভিন্ন এলাকা পাহাড়ী টিলা শ্রেণীর। ভাটেরা রাবার বাগানের ঘাগড়া ছড়া এলাকা থেকে অবাধে মাটি কাটার কারণে এই মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটেছে বলে মনে করছেন এলাকার লোকজন। তারা বলছেন, যদি ওই টিলা কাটা না হতো তাহলে তিন শিশু মারা যেতনা। অবৈধভাবে যদি বিভিন্ন টিলা কাটা হয় তাহলে আরো মৃত্যুর আশংকা করছেন লোকজন।
ভাটেরা রাবার বাগানের সহকারী ব্যবস্থাপক মোঃ কামরুজ্জামানের কাছে অবাধে মাটি কাটার কারণ জানতে চাইলে তিনি বলেন, কে বা কারা মাটি কাটছে তা আমরা জানিনা। যে এলাকায় শিশু তিনজন মারা গেছে শুনেছি এটা ছড়ার পাশের এলাকা।
ভাটেরা ইউপি চেয়ারম্যান সৈয়দ একেএম নজরুল ইসলাম বলেন, টিলার নিচ থেকে একটি চক্র বালু মাটি নেওয়ার কারণেই টিলাটির নিচ অংশ গর্ত হয়ে যায়। এ জন্য সকালে বৃষ্টিতে টিলার মাটি নরম হয়ে গিয়ে এ দুর্ঘটনাটি ঘটেছে যতটুকু দেখে বুঝেছি। তাৎক্ষণিক আমার ব্যক্তিগত পক্ষ থেকে ওই তিন শিশুর পরিবারকে ৫ হাজার টাকা করে সহযোগিতা দিয়েছি ইউএনও স্যারের নির্দেশে।
কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী জানান, কুলাউড়ায় টিলা কাটা বন্ধে ভাটেরাসহ বিভিন্ন এলাকায় একাধিকবার মোবাইল কোর্ট পরিচালনা করে মাটি ভর্তি গাড়ি আটকসহ জড়িতদের বিরুদ্ধে জরিমানা করেছি। আমাদের সকলকে এ বিষয়ে আরো সতর্ক থাকতে হবে পরিবেশ রক্ষায়। নিহতদের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়া হবে।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..