সোমবার, ১৬ জুন ২০২৫, ০৪:৫৪ অপরাহ্ন
মশাহিদ আহমদ :: মৌলভীবাজারে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি কনর্সোটিয়াম এর উদ্যোগে হিজড়া ও লৈঙ্গিক বৈচিত্র্যময় জনগোষ্ঠীর ২০ জন সদস্যের মাঝে সদর সাব ডিআইসি প্রাঙ্গণে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক মশাহিদ আহমদ,মৌলভীবাজার সদর সাব ডিআইসি ইনচার্জ মোঃ আল আমিন ভূঁইয়াসহ অন্যান্য কর্মকর্তারা। খাদ্য সামগ্রী হিসাবে প্রত্যেককে চাল, আলু, পেয়াজ, মসুর ডাল, সয়াবিন তেলসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।