সোমবার, ১৬ জুন ২০২৫, ০৩:১৭ অপরাহ্ন
মশাহিদ আহমদ :: মৌলভীবাজারে মুক্তিযোদ্ধার সন্তান সেজে ভাতা উত্তোলনের ঘটনায় অবশেষে কারাগারে ঠাঁই হলো জেলার জুড়ী উপজেলার ৭নং ফুলতলা ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্য মাহবুবুল আলম রওশনের। আজ ২৮ মার্চ মৌলভীবাজার বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহম্মদ আলী আহসান-এর আদালতে হাজির হলে বিজ্ঞ বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সুত্রে জানা গেছে- কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা গ্রামের মরহুম বীর মুক্তিযোদ্ধা শফিক মিয়ার ভুয়া সন্তান সেজে জেলার জুড়ী উপজেলার ৭নং ফুলতলা ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্য মাহবুবুল আলম রওশন ভাতা উত্তোলনসহ রাস্ট্রীয় সকল সুযোগ সুবিধা ভোগ করে আসছিলেন। এ ঘটনায় বীর মুক্তিযোদ্ধা শফিক মিয়ার ছেলে মোঃ কামাল মিয়া বাদী হয়ে বিগত ২৯-০৩-২০২১ইং তারিখে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, মৌলভীবাজার (মামলা নং- সি.আর-৩৮/২০২১ (জুড়ী) দায়ের করেন। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) দীর্ঘ অনুসন্ধান ও তদন্ত শেষে পিবিআই আদালতে প্রতিবেদন দাখিল করেন। আদালত মাহবুব আলম রওশন এর বিরুদ্ধে ওয়ারেন্ট এর আদেশ প্রদান করেন।