রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৯:৩৬ পূর্বাহ্ন
মশাহিদ আহমদ: মৌলভীবাজার পৌরসভার ৭নং ওয়ার্ড ও আশেপাশে এলাকার গ্রীন ভলান্টিয়ারের সভাপতি সাইমা রহমান রিমার ব্যক্তিগত পক্ষ থেকে অর্ধ শতাধিক গরীবদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্য সামগ্রী বিতরনে উপস্থিত ছিলেন- গ্রীন ভলান্টিয়ারের সাধারণ সম্পাদক ইফতেখার আলম রাফিন ও সাংগঠনিক সম্পাদক সাফওয়ান আহমেদ। প্রতিটি প্যাকেটে ছিল ৪কেজি চাল, ১টা মুরগি, ১টা মাছ,১কেজি তেল, ২কেজি পিয়াজ ও ২কেজি আলু। ইফতেখার আলম রাফিন জানান- দেশ ও দশের এই দুর্যোগকালীন মুহুর্তই কিন্তু মানবিকতা আর মনুষ্যত্বের পরীক্ষা দেয়ার সময়। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। একটু সহানুভূতি মানুষ অবশ্যই পেতে পারে। তাই , সবার প্রতি অনুরোধ করেন যে যার সাধ্য মতো মানুষের পাশে দাঁড়াতে।