শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০১:০৯ পূর্বাহ্ন
মশাহিদ আহমদ: দি প্রিমিয়ার ব্যাংক লিঃ এর চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সাংসদ ডা. এইচ বি এম ইকবালের সরাসরি তত্তাবধান ও নির্দেশনা ব্যাংকের ১শত ২০ টি ব্রাঞ্চের মাধ্যমে সারা দেশব্যাপী একযোগে বিভিন্ন স্থানে বর্তমান করোনা পরিস্থিতির কারণে সৃষ্ট দুর্যোগে সরাসরি ক্ষতিগ্রস্থ নি¤œ আয়ের মানুষের মাঝে ত্রাণ বিতরণ এর ধারাবাহিকতায় মৌলভীবাজারে ২শত ৫০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ স্থানীয় পৌর জনমিলন কেন্দ্রে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে মোট ২৫০ পরিবারের নিকট এ ত্রাণ সামগ্রী তুলে দেন প্রিমিয়ার ব্যাংকের মৌলভীবাজার শাখার ব্যবস্থাপক বিমলেন্দু চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন- মৌলভীবাজার ব্যাংক অফিসার্স এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মোঃ আশরাফ-উল-আলম, ব্যবস্থাপক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লি. মৌলভীবাজার শাখা, মৌলভীবাজার জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হোসেন মোঃ ওয়াহিদ সৈকতসহ প্রিমিয়ার ব্যাংক মৌলভীবাজার শাখার অন্যান্য কর্মকর্তাবৃন্দ। উক্ত ত্রাণ বিতরণ পরবর্তী ব্যাংকটির চেয়ারম্যানসহ দেশের সকল মানুষ ও দেশের কল্যাণে দোয়া কামনা করা হয়।