রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১০:৩৭ পূর্বাহ্ন
কুলাউড়া প্রতিনিধি :: মৌলভীবাজারের কুলাউড়ায় সম্প্রতি ঘটে যাওয়া বিভিন্ন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৩ পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের হাতে দশ হাজার টাকার চেক তুলে দেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান।
জানা গেছে, গত ১৯ মার্চ পবিত্র শবে বরাতের শেষ রাতে উপজেলার ভূকশিমইল ইউনিয়নের সাদিপুর এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ পরিবার ও ২৮ মার্চ কুলাউড়া রেলওয়ে স্টেশন কলোনিতে রান্না ঘরের চুলার আগুনে চারটি বসতঘর পুড়ে চার পরিবার নিঃস্ব হয়ে পড়ে।
অন্যদিকে ২৬ মার্চ উপজেলার ভাটেরা ইউনিয়নের রাবার বাগান এলাকায় মাটিচাপায় ৩ শিশু-কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়।
এ সকল ক্ষতিগ্রস্ত পরিবারদের হাতে সোমবার বিকেলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ অর্থ সহায়তা প্রদান করা হয়।