রাজনগর প্রতিনিধি : রাজনগরের কামারচাকে ইউনাইটেড ওয়েল ফেয়ার ইউ কে শাখার উদ্যোগে গরীব দুস্থদের মাঝে রমজানের ইফতার ও সেহরী সামগ্রী ২০২১ বিতরণ করা হয়েছে। ১০ এপ্রিল শবিবার গোবিন্দপুর দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে আয়োজিত উক্ত অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন
প্রফেসর ড. মোঃ ফজলুল আলী, অধ্যক্ষ, মৌলভীবাজার সরকারি কলেজ। মোঃ মোসাহিদ উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক ও মুক্তিযুদ্ধের সংগঠকব এর সভাপতিত্বে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত মোঃ রহিম খান, অধ্যক্ষ, তারাপাশা উচ্চ বিদ্যালয় ও কলেজ, আউয়াল কালাম বেগ সভাপতি, রাজনগর প্রেসক্লাব, শাহ আলাউদ্দিন ফারুকী গোবিন্দ পুর, আবুল কালাম আজাদ প্রভাষক, রাজনগর সরকারি কলেজ, মোঃ শফিক মিয়া সদস্য, ইউনাইটেড ওয়েলফেয়ার ইউকে এইড,
মোঃ জিয়াউর রহমান জিয়া, সদস্য ৭নং কামারচাক ইউপি, ব্যবসায়ী মুজিবুর রহমান মুকিস প্রমুখ। তরুন সংগঠক ও সমাজ সেবক আমিন আল মোমিনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলন রাজনগর প্রেসক্লাবের সদস্য আহমদউর রহমান ইমরান সহযোগী সদস্য সাইদুল ইসলাম, সাপ্তাহিক রাজনগর বার্তার সম্পাদক আক্তার হোসেন সাগর প্রমূখ। এসময় উপজেলার কামারচাক ইউনিয়ন সহ অন্যান্য ইউনিয়নের অসহায় দুস্থ ২২০ পরিবারের মাঝে চাল, তেল, পেঁয়াজ, খেজুর, সেমাই, আলু, লবণ, দুধ, ছোলা, মটর, ডাল বিতরণ করা হয়।