মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ০৯:১২ পূর্বাহ্ন
আর্ন্তজাতিক ডেস্ক :: শ্রীলঙ্কায় জরুরি অবস্থা তুলে নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসা। দেশটির ইতিহাসে ভয়াবহ অর্থনৈতিক সংকটে বিক্ষোভের মধ্যেই মঙ্গলবার জরুরি শাসন অধ্যাদেশ প্রত্যাহার করে নিয়েছেন তিনি।
দেশের চরম সংকট মোকাবিলায় গত ১ এপ্রিল জরুরি অবস্থা জারি করে লঙ্কা সরকার। এ সংক্রান্ত নতুন গেজেটের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জরুরি অবস্থার অধ্যাদেশটি ৫ এপ্রিল মধ্যরাত থেকে প্রত্যাহার হচ্ছে।
অর্থনৈতিক ও বৈদেশিক মুদ্রা সংকটের কারণে ভয়াবহ লোডশেডিং এবং বিপর্যয়ের মুখে পড়েছে শ্রীলঙ্কা। এর জেরে দেশজুড়ে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। দাবি উঠেছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর পদত্যাগের।
এদিকে রাজাপাকসের জোট সরকার ছেড়ে বেরিয়ে গেছেন ৪০ জনেরও বেশি আইনপ্রণেতা। রাজাপাকসের নেতৃত্বাধীন শ্রীলঙ্কা পদুজেনা পেরামুনা (এসএলপিপি) জোট সংশ্লিষ্ট দলের আইনপ্রণেতারা জানিয়েছেন তারা এখন স্বাধীনভাবে নিজেদের প্রতিনিধিত্ব করবেন।