শুক্রবার, ০৯ জুন ২০২৩, ০১:৫৩ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি :: কুলাউড়া উপজেলার কড়ইগ্রামে মোর্শেদ আক্তার সাথী (১৮) নামে এক তরুণী আত্মহত্যা করেছে। বুধবার (৬ এপ্রিল) রাতে তার বসত ঘড়ের বাথরুম থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।
সাথী উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের কড়ইগ্রামের মুজিবুর রহমানের মেয়ে।স্থানীয় বিশস্থ সুত্রে জানা জায় বিয়ের পর থেকে পারিবারিক জগরাজাটি লেগে থাকতো এর জেড দরে সাথী অভিমানে আত্তহত্যা করেছে না হত্যা করা হয়েছে এ নিয়ে এলাকায় দুম্রজালের সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় সাথীর স্বামী কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
মোর্শেদা আক্তার সাথী উপজেলার আহমদ সুহান সুনালী উচ্চ বিদ্যালয়ের এবারের এস এস সি পরিক্ষার্থী ছিল।এবার এস এস সি পরিক্ষা দেওয়া হলনা সাথীর।
এ বিষয়ে নিহতের বাবা মুজিবুর রহমান এর কাছে জানতে চাইলে তিনি বলেন আমার মেয়ে আত্তহত্যা করেনি হত্যা করেছে তার স্বামী জামাল।
এ বেপারে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় জানান নিহতের বাবা মুজিবুর রহমান বাদি হয়ে কুলাউড়া থানায় আত্তহত্যার পরুচনার অভিযোগ এনে একটি মামলা করেছেন।এ মামলায় নিহতের স্বামী জামাল কে গেফতার দেকিয়ে কোর্ডে পেরন করা হয়েছে।
পুষ্টমর্টেম রিপোর্ট আসার পর বিস্তারিত জানা যাবে।