1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৬:০১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

শাশুড়ি হারালেন সাকিব

  • আপডেট টাইম : শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ৪৩৫ বার পঠিত

ক্রীড়া ডেস্ক :: জাতীয় দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের শাশুড়ি নার্গিস বেগম মারা গেছেন। ক্যানসারের সঙ্গে দীর্ঘদিন লড়াই করার পর অবশেষে হার মানলেন টাইগার ক্রিকেটার সাকিব আল হাসানের শাশুড়ি ও উম্মে আহমেদ শিশিরের মা।

শুক্রবার (৮ এপ্রিল) দিবাগত রাত পৌনে তিনটায় তিনি মৃত্যুবরণ করেন। পারিবারিক সূত্র থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ক্যানসারে আক্রান্ত হয়ে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন তিনি।

জানা গেছে, আজ গ্রামের বাড়ি নরসিংদীতে সাকিবের শাশুড়ির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। তবে সাকিব যুক্তরাষ্ট্রে থাকায় দেশে আসতে পারছেন না। সেখানে মেয়েকে একা রেখে দেশে আসা সম্ভব নয় তার।

এর আগে দক্ষিণ আফ্রিকা সফর চলাকালে পরিবারের পাঁচ সদস্যের অসুস্থতার খবর পান সাকিব। তার মা, ছেলে, দুই মেয়ে ও শাশুড়ি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। পরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ করেই দেশে ফিরে আসেন সাকিব।

গত ১ এপ্রিল, বড় মেয়ে আলাইনা হাসানকে নিয়ে যুক্তরাষ্ট্রে চলে যান সাকিব। মেয়ের স্কুল খুলে যাওয়ায় তাকে নিয়েই দেশ ছাড়েন সাকিব।

অন্যদিকে মায়ের অসুস্থতা ও চিকিৎসাজনিত কারণে দেশেই থেকে যান সাকিবের স্ত্রী উম্মে শিশির আল হাসান। ছেলে ও ছোট মেয়েকে নিয়ে দেশে ছিলেন তিনি।

২০২০ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে মারা যান সাকিবের শ্বশুর মুমতাজ আহমেদ। তখন দেশে ছিলেন সাকিব। অসুস্থ শ্বশুরকে দেখতে যুক্তরাষ্ট্রে গেলেও শেষ দেখা দেখতে পারেননি তিনি।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..