বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ১১:৩৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :: একাটুনা ইউনিয়ন ডেভোলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন অব মৌলভীবাজার এর উদ্যোগে ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে। আর্ত মানবতার সেবা ও সমাজ উন্নয়নে নিবেদিত সংগঠনটি বুধবার ১৩ এপ্রিল মৌলভীবাজারে একাটুনায় পবিত্র রামাদ্বান উপলক্ষে ইফতার সামগ্রী বতিরণ করা হয়। সকাল ১০টায় একাটুনা ইউনিয়ন ডেভেলেপমন্টে এন্ড ওয়লেফয়োর ফাউন্ডশেন অব মৌলভীবাজার এর উদ্যোগ ও আয়োজনে প্রতষ্ঠিাতা ট্রাষ্টি মকিস মনসুর’র কচুয়া গ্রামের বাড়িতে প্রতি বছররে ন্যায় রমজান মাসে অসহায়-গরীবদের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এতে ৬ শত পরবিার এর মধ্যে প্রথম ধাপে একটি ওর্য়াডে বিতরণ শুরু হয়। বিতরনকৃত দশ রকমরে খাদ্য সামগ্রীর মধ্যে চাউল ৫ কেজি, সয়াবিন তেল ৫ লটিার, পিয়াজ ২ কেজি, ছোলা ২,কেজি, ডাল ২ কেজি, আলু ২ কেজি, লবন ১ কেজি, খেজুর ৫০০ গ্রাম, মরিচ ১০০ গ্রাম ও হলুদ ১০০ গ্রাম। যা র্পযায়ক্রমে আরও ৮টি ওর্য়াডে প্রতি প্যাকটে একই হারে বিতরণ করা হবে।
একাটুনা ইউনয়িন ফাউন্ডশেনরে সভাপতি সিরাজুল ইসলাম সভাপতিত্বে এবং ছাত্রনতো মোহাম্মদ ফয়ছল মনসুর এর যৌথ পরচিালনায় অনুষ্ঠতি উক্ত অনুষ্ঠানে প্রধান অতিিথ হিসাবে উপস্থতি ছিলেন সৈয়দা জুহুরা আলাউদ্দিন এমপি, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, একাটুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আবু সুিফয়ান, নুরুল ইসলাম মাহবুব, ছালিকুর রহমান টুকু, মো:নানু মিয়া, খলেদ চৌধূরী, মুজিব মনসুর সহ গণ্যমান্য ব্যক্তবর্গ।