রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৪:৫৩ পূর্বাহ্ন
বড়লেখা প্রতিনিধি : বড়লেখা উপজেলার সদর ইউনিয়নের কেছরিগুলে বুধবার বিকেলে মাদক, জুয়া, নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ ও ইভটিসিং প্রতিরোধ কল্পে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
থানার অফিসার ইচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদারের সভাপতিত্বে ও পৌর কাউন্সিলার রেহান পারভেজ রিপনের সঞ্চালনায় স্থানীয় মসজিদ মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ। অন্যদের মাঝে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, পৌরমেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল ইমাম মো. কামরান চৌধুরী, সদর ইউপি চেয়ারম্যান ছালেহ আহমদ জুয়েল, সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন, সাবেক ইউপি মেম্বার ফয়জুর রহমান, আইনজীবি সহকারি ফারুক উদ্দিন, ছমির উদ্দিন কটই, বুলু মিয়া প্রমুখ।