শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৭:১০ পূর্বাহ্ন
মারুফ আহমেদ: বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিবিদ, মৌলভীবাজার জেলা আওয়ামীগের সহ সভাপতি এবং এ্স এম গ্রুফের চেয়ারম্যান মরহুম সৈয়দ মফচ্ছিল আলীর আজ দ্বিতীয় মৃত্যু বার্ষিকী। সৈয়দ মফচ্ছিল আলী ছিলেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সহ সভাপতি জেলা শ্রমিকলীগের প্রতিষ্ঠাতা সভাপতি,বাস মালিক শ্রমীক ঐক্য পরিষদের সভাপতি, এরশাদ,খালেদা জিয়ার ও নিজামী বিরুদ্ধে রাজ পথের আন্দোলনের অন্যতম সাহসীযুদ্ধা,আওয়ামী রাজনীতিতে তার অবদান ছিল অতুলনীয়।
মৌলভীবাজার জেলা বাসি সৈয়দ মফচ্ছিল আলী মৃতু্য বার্ষিকিতে গভীর শ্রদ্ধার সাথে স্বরণ করছেন । আল্লাহ রাব্বুল আলামিন এই ভালো মানুষটিকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন,আমীন।তিনি মৃতু্যকালে স্ত্রী পান্না মফচ্ছিল ও এক ছেলে ব্যারিষ্টার সৈয়দ রাজি নাসিফসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।