শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৪:৪৭ পূর্বাহ্ন
কমলগঞ্জ প্রতিনিধি :: পবিত্র মাহে রমজান উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ পৌর এলাকার শিশু-কিশোরদের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বিতরণ করা হয়েছে।
গতকাল শুক্রবার (১৫এপ্রিল) সকাল সাড়ে ১১টায় কমলগঞ্জ পৌরসভার আয়োজনে পৌর মিলনায়তনে ১৭৫টি পরিবারের শিশু-কিশোরদের এসব উপহার বিতরন করা হয়।
কমলগঞ্জ পৌরসভার প্রকৌশলী মো. বেলাল আহমেদের সভাপতিত্বে ছাত্র নেতা মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশু খাদ্য বিতরণ করেন কমলগঞ্জ পৌর মেয়র মো. জুয়েল আহমদ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার ওয়াটার সুপার ইমরান চৌধুরী, সাংবাদিক সালাহ্উদ্দিন শুভ, আশরাফ পারভেজ, সাদিকুর রহমান সামু ও রুহুল ইসলাম হৃদয় প্রমুখ।
এ সময় পৌরসভার ৯টি ওয়ার্ডের ১৭৫টি পরিবারের মধ্যে শিশু খাদ্য হিসেবে দুধ, সেমাই, চিনি, নুডুলস্, তেল, চাল, ডাল সুজি ও ওয়াটারপট বিতরণ করা হয়।