1. newsmkp@gmail.com : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. info@fxdailyinfo.com : admi2017 :
  3. admin@mkantho.com : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

বড়লেখা ফাউন্ডেশন ইউ,কে’র উদ্যোগে মাদ্রাসায় অনুদান

  • আপডেট টাইম : শনিবার, ১৬ এপ্রিল, ২০২২
  • ২৫১ বার পঠিত

বড়লেখা প্রতিনিধি :: বড়লেখা উপজেলার সফরপুর তাওয়াক্কুলিয়া হাফিজিয়া ইবতেদায়ী মাদ্রাসায় আর্থিক অনুদান দিয়েছে লন্ডস্থ বড়লেখা ফাউন্ডেশন ইউ, কে (চ্যারিটি নং-১১৯১৫৯৩)। শনিবার দুপুরে বড়লেখা সমাজকর্মী সমন্বয়ক ফোরামের সহযোগিতায় অত্র মাদ্রাসায় অনুদানের অর্থ প্রদান করা হয়। এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য ও সভা শেষে দোয়া পরিচালনা করেন মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা হারিছ আলী।

বড়লেখা ফাউন্ডেশন ইউ,কে’র সহকারি সমন্বয়ক পৌর কাউন্সিলার কবির আহমদের সভাপতিত্বে ও প্রবাসী কল্যাণ পরিষদের উপদেষ্ঠা মাস্টার জাকির হোসেনের সঞ্চালনায় মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু আহমদ হামিদুর রহমান শিপলু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুগান্তরের সাংবাদিক আব্দুর রব, স্থানীয় ইউপি মেম্বার আব্দুল মজিদ, প্রবাসী কল্যাণ পরিষদের যুগ্ম সম্পাদক মাছুম আহমদ প্রমুখ। অনুষ্ঠানে জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু আহমদ হামিদুর রহমান শিপলু মাদ্রাসার উন্নয়নে ব্যক্তিগত পক্ষ থেকে ২ হাজার টাকা, প্রবাসী মাছুম আহমদ ৫শ’ টাকা প্রদান করেন। এছাড়া পৌর কাউন্সিলার কবির আহমদ মাদ্রাসার আবাসিক ছাত্রদের খাবারের জন্য প্রতিমাসে একবস্তা চাল প্রদানের অঙ্গীকার করেন।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..