রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ১১:৫৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: রবিবার (১৭ এপ্রিল ২০২২) দুপুর ১৪.২৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল মৌলভীবাজার জেলার রাজনগর থানার টেংরা বাজার থেকে ১. আব্দুল মালিক (৩৫) এবং ২. সোহরাব হোসেন সোহাগ (৩৮) নামের দুই মাদক কারবারিকে ২৫০ পিস ইয়াবা সহ গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃগ আব্দুল মালিক গয়গড় এলাকার মৃত মফিজ মিয়ার ছেলে এবং সোহরাব হোসেন সোহাগ দাশপাড়া গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে।
মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামান বলেন ২৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।