বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৩:৩৩ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট :: গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি তিতাস জানিয়েছে, সরবরাহ লাইনের মেরামত কাজের জন্য রাজধানীর বেশ কয়েকটি এলাকায় আগামীকাল সোমবার গ্যাসের চাপ কম থাকবে। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডেমরা সিজিএস, নন্দীপাড়া টিভিএস এবং তেজগাঁও টিভিএস’র পাইপ লাইনের জরুরি মেরামত কাজের জন্য সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কম থাকবে।
গ্রাহকদের এমন সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।