শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৫:৪৮ পূর্বাহ্ন
ক্রীড়া ডেস্ক : মাসখানেক পরই দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ। ওই সিরিজে দলের দুই গুরুত্বপূর্ণ পেসার তাসকিন আহমেদ আর শরিফুল ইসলামকে পাওয়া যাবে কি না, তা এখনো নিশ্চিত নয়। ইনজুরির কারণে দুজনই দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন। কাঁধের চোটে আক্রান্ত হয়েছেন তাসকিন।
আজ রবিবার বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের সভা থেকে বেরিয়ে ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস জানান, তাসকিনকে ইংল্যান্ডে পাঠানোর চেষ্টা করা হচ্ছে। সেখানকার চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট পেলেই তাকে ইংল্যান্ডে পাঠানো হবে। অন্যদিকে শরিফুলের লাগবে অস্ত্রোপচার।
যুব বিশ্বকাপজয়ী তরুণ পেসার শরিফুল ইতিমধ্যে দলে জায়গা পাকা করে ফেলেছেন। কিছুদিন আগে তিনি গোড়ালির সমস্যায় পড়লেও এখন সেরে উঠেছেন। কিন্তু তার অন্য শারীরক জটিলতা আছে। যার জন্য অস্ত্রোপচারের প্রয়োজন। কবে সেই অস্ত্রোপচার করানো হবে তার ওপর নির্ভর করছে শরিফুলের মাঠে ফেরা। তাই শ্রীলঙ্কা সিরিজে তাসকিনের পাশাপাশি শরিফুলকে পাওয়ার সম্ভাবনাও নেই বললেই চলে।