রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ১১:০৫ পূর্বাহ্ন
ক্রীড়া ডেস্ক : বেশ কয়েক মাস ধরেই দলবদলের বাজারে গুঞ্জন চলছে, গতিতারকা আর্লিং হ্যালান্ডকে দলে টানছে ম্যানচেস্টার সিটি। ইংলিশ ক্লাবটি চুক্তি করতে অনেকখানি এগিয়েছে বলেও জানিয়েছিলেন বরুশিয়া ডর্টমুন্ডের উপদেষ্টা ম্যাথিয়াস সামার। কিন্তু এমন খবর উড়িয়ে দিয়েছে বরুশিয়া ডর্টমুন্ড।
খবরটিকে মিথ্যা বলে জানিয়েছেন বুন্দেসলিগার ক্লাবটির প্রথম শ্রেণির ফুটবলের প্রধান সেবাস্তিয়ান কেহল। তিনি জোর দিয়ে বলেছেন, হ্যালান্ডের ক্ষেত্রে রিলিজ ক্লজ এবং ডেডলাইনের একটি ব্যাপার আছে, যা এখনও কেউ অনুসরণ করেনি।
স্কাই স্পোর্টসকে হ্যালান্ডকে নিয়ে নিজেদের ভাবনার কথা জানিয়েছেন কেহল। গতিতারকার চোট নিয়েও তারা বিশদ ভাবছেন বলে জানাচ্ছেন। ডর্টমুন্ড কোচ মার্কো রোজের বক্তব্য টেনে তিনি বলেছেন, ‘যতটা দ্রুত সম্ভব আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাব।’
তাই ২১ বছর বয়সী নরওয়ে তারকার ভবিষ্যৎ ক্লাব নিয়েও ঘোলাটে পরিস্থিতিই থাকছে। তবে নতুন খবর, আসন্ন গ্রীষ্মকালীন দলবদলে জার্মান ক্লাব ছেড়ে দিতে পারেন হ্যালান্ড। ক’দিন আগে স্প্যানিশ দৈনিক মার্কা জানায়, নিজের গন্তব্য এখনও ঠিকই করেনি এই গোলমেশিন।
২০২৪ সালে ডর্টমুন্ডের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে হ্যালান্ডের। সেক্ষেত্রে তাকে কোনো ক্লাব নিতে এই গ্রীষ্মেই টানতে চাইলে প্রায় ৭৫ মিলিয়ন ইউরো পরিশোধ করতে হবে। ডর্টমুন্ড তারকার এজেন্ট মিনো রাইওলা চাচ্ছেন বেশি অর্থ এবং দীর্ঘমেয়াদী চুক্তি। সে লক্ষ্যে দারুণভাবে নিজেদের লড়াইয়ে রাখছে রিয়াল মাদ্রিদ ও ম্যানসিটি। আসন্ন দলবদলে হালান্ডকে পেতে হবে জোর লড়াই।