1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

১০ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২
  • ১৪৭ বার পঠিত

ডেস্ক রিপোর্ট :: গাজীপুরের শ্রীপুর রেলস্টেশনে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনের চারটি চাকা লাইনচ্যুত হলে প্রায় ১০ ঘণ্টা বন্ধ ছিল ট্রেন চলাচল। জয়দেবপুর-ময়মনসিংহ রুটে এ সময় ট্রেন না চলায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

বুধবার বিকেলে এক দুর্ঘটনার পর রাত সাড়ে তিনটায় যমুনা এক্সপ্রেস ট্রেন শ্রীপুর ছেড়ে যায় বলে জানান স্টেশন মাস্টার সাইদুর রহমান। এর মধ্য দিয়ে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল ফের শুরু হয়।

আগে বুধবার বিকেল ৫টার দিকে একটি কমিউটার ট্রেনের ইঞ্জিনের চাকা লাইচ্যুত হয় বলে নিউজবাংলাকে নিশ্চিত করেন শ্রীপুর রেলস্টেশনের মাস্টার শামীমা জাহান।

স্টেশন মাস্টার জানান, নেত্রকোণা থেকে ছেড়ে আসা ঢাকাগামী বলাকা ট্রেনটি বিকেল ৫টার পর শ্রীপুর রেলস্টেশনে পৌঁছার আগেই ইঞ্জিনে গোলযোগ দেখা দেয়। ওই অবস্থায় ট্রেনটি স্টেশনের ২ নম্বর লাইনে এসে দাঁড়ায়। পরে ট্রেনের চালক আমিনুল ইসলাম ইঞ্জিনটিকে ঘুরিয়ে পেছনের নেয়ার চেষ্টা করলে হোম সিগন্যালের কাছাকাছি যেতেই চারটি চাকা লাইনচ্যুত হয়ে পড়ে।

এতে জয়দেবপুরের সঙ্গে ময়মনসিংহের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। রাত সাড়ে তিনটা পর্যন্ত ওই রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে।

লাইনচ্যুত ইঞ্জিন উদ্ধার ও লাইন সচল করতে ঢাকার রেল ট্রাফিক কন্ট্রোলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়।

শামীমা জাহান বলেন, ‘দ্রুত লাইন সচল করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।’

জানা গেছে, ইঞ্জিন লাইনচ্যুত হওয়ায় যমুনা এক্সপ্রেস, ব্রহ্মপুত্র এক্সপ্রেস ও মহুয়া এক্সপ্রেস আশপাশের বিভিন্ন স্টেশনে দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকে। পরে রাত সাড়ে তিনটায় যমুনা এক্সপ্রেস প্রথমে শ্রীপুর স্টেশন ত্যাগ করে।

 

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..