বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৭:৩২ পূর্বাহ্ন
ক্রীড়া ডেস্ক :: অলরাউন্ডার মিচেল মার্শ কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ প্রমানিত হওয়ায় দিল্লী ক্যাপিটালস পড়েছে উৎকণ্ঠায়। এক এক করে দিল্লী ক্যাপিটালসের চার জন কোভিড-১৯এ হয়েছেন আক্রান্ত।
বুধবার টিম সেইফার্টের নমুনা পরীক্ষায়ও কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ায় পুনে’র পরিবর্ত মুম্বাইয়ের ব্রাবোনে পাঞ্জাব কিংসের বিপক্ষে খেলতে হয়েছে মোস্তাফিজদের দল দিল্লী ক্যাপিটালসকে।
এমন পরিস্থিতিতে মনোবল ভেঙ্গে যাওয়ার পরিবর্তে উল্টো চাঙ্গা হয়েছে দলটি। ৫৭ বল হাতে রেখে পাঞ্জাব কিংসকে ৯ উইকেটে হারিয়ে দিয়েছে দিল্লী।
রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে সর্বশেষ ম্যাচে দিনেশ কার্তিকের হাতে খেয়েছিলেন মোস্তাফিজ প্রচন্ড মার। শেষ ওভারে খরচা করেছেন ২৮ রান ওই ম্যাচে। উইকেটহীন ৪ ওভারে খরচা হয়েছিল তার ৪৮ রান। তবে টিম ম্যানেজমেন্ট তার উপর রেখেছেন আস্থা। টিম ম্যানেজমেন্টের আস্থার প্রতিদান দিয়ে বুধবার ছন্দে ফিরেছেন মোস্তাফিজ (৪-০-২৮-১)।
তার চারটি স্পেল ছিল যথাক্রমে ১-০-১১-১, ১-০-৬-০, ১-০-৭-০ ও ১-০-৪-১। ইনিংসের ৫ম ওভারে বল হাতে পেয়ে তৃতীয় বলটি ব্যাক অব লেন্থ ডেলিভারিতে প্লেড অন করেছেন ডেঞ্জারম্যান মায়াঙ্ক আগারওয়ালকে (১৫ বলে ২৪)। ওই ওভারের শেষ দুটি বলে বাজে ফিল্ডিংয়ের কারণে খেয়েছেন ২টি চার। ১৭তম ওভারে একটা ফুলটস ডেলিভারি দিয়ে খেয়েছেন রাহুল চাহারের হাতে ছক্কা। তবে ২০তম ওভারে করেছেন কিপ্টে বোলিং, খরচা ওই ওভারে মাত্র ৪। ২৪টি বলের মধ্যে ১৪টি দিয়েছেন ডট মোস্তাফিজ।
মোস্তাফিজের রাতে দারুণ বোলিং করেছেন টিমমেট অক্ষয় প্যাটেল (২/১০), খলিল আহমেদ (২/২১), কুলদ্বীপ যাদব (২/২২)। তাতেই পাঞ্জাবকে ১১৫ রানে অল আউট করতে পেরেছে দিল্লী।
বাকি দায়িত্বটা পালন করেছেন পৃথিশ্ব (২০ বলে ৪১) এবং ডেভিড ওয়ার্নার (৩০ বলে ৬০*)। এই ম্যাচ জিতে দিল্লীর সংগ্রহ ৬ ম্যাচে ৬ পয়েন্ট। সেখানে পাঞ্জাবের সংগ্রহ ৭ ম্যাচে ৬ পয়েন্ট।
পাঞ্জাব কিংস : ১১৫/১০ (২০.০ ওভারে)
দিল্লী ক্যাপিটালস : ১১৯/১ (১০.৩ ওভারে)
ফল : দিল্লী ক্যাপিটালস ৯ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : কুলদ্বীপ যাদব (দিল্লী ক্যাপিটালস)।