বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৪:১১ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক :: ব্রাজিলে করোনা মহামারি শুরুর পর চলতি এপ্রিলই সবচেয়ে ভয়াবহ মাস। দেশটিতে এখনও পর্যন্ত এ মাসে সবচেয়ে বেশিসংখ্যক লোক করোনা ভাইরাসে মারা গেছে।
ব্রাজিলের স্বাস্থ্য কর্তৃপক্ষ এ কথা জানায়।
দক্ষিণ আমেরিকার দেশটিতে এপ্রিলে রেকর্ড সৃষ্টিকারী ৬৭ হাজার ৯৭৭ জন মারা গেছে। মার্চে মারা গিয়েছিল ৬৬ হাজার ৫৭৩ জন।
এদিকে দেশটিতে গত ২৪ ঘন্টায় মারা গেছে ৩ হাজার ৭৬ জন। সাতদিনের গড়ে প্রতিদিন মারা গেছে ২ হাজার ৫৪৫ জন।
শনিবার ব্রাজিলে নতুন করে শনাক্ত হয়েছে ৭১ হাজার ১৩৭ জন। গত দুই সপ্তাহ ধরে গড়ে প্রতিদিন ৬০ হাজারেরও বেশি লোক করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে।
লাতিন আমেরিকার সবচেয়ে জনবহুল দেশ ব্রাজিল। দেশটির ২১ কোটি ২০ লাখ জনসংখ্যার মধ্যে করোনায় এ পর্যন্ত মারা গেছে ৩ লাখ ৮০ হাজারেরও বেশি লোক।
তবে বিশেষজ্ঞরা বলছেন, ব্রাজিলে সংক্রমণ ও মৃত্যুর বক্ররেখাটি স্থিতিশীল হচ্ছে।
এদিকে ব্রাজিল তার মোট জনসংখ্যার মাত্র ৫.৮ শতাংশ লোককে পুরোপুরি টিকা দিতে পেরেছে।