বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৬:৫২ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট :: প্রায় তিন সপ্তাহ পর শিথিল করা হয়েছে লকডাউন। খুলে দেয়া হয়েছে শপিংমল ও দোকানপাট। করোনা সংক্রমণের ভয় নিয়েই ঘর থেকে বের হচ্ছেন মানুষ। প্রয়োজন-অপ্রয়োজনে বের হওয়া মানুষের জটলা আর যানবাহনের আধিক্যে গেল কয়েকদিনের বিরাজমান ‘শূণ্যতা’ যেন কেটেছে। অচেনা নগর যেন চেহারা পাল্টে ফিরে পাচ্ছে পুরনো রূপ।
তাই তো রবিবার দুপুর থেকে নগরীর জিন্দাবাজার, বন্দরবাজারসহ বিভিন্ন স্থানে দেখা গেছে চিরচেনা যানজট। যান আর জনে প্রাণ ফিরলেও করোনার এই মহামারিকালে নগরীর এই ব্যস্ততা নিয়ে শঙ্কিত সচেতনমহল। স্বাস্থ্যবিধি না মেনে জনসমাগম আর শপিংমল ঘুরে কেনাকাটার এই মহোৎসব সিলেটে করোনা পরিস্থিতি আরও ভয়াবহ করে তুলতে পারে এমন শঙ্কা তাদের।