মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৩:২৮ পূর্বাহ্ন
ক্রীড়া ডেস্ক :: প্রথম পর্বে ৯ ম্যাচে হেরে যাওয়ায় খেলাঘরের অবনমনের শঙ্কা ছিল তীব্র। রেলিগেশন লিগে ২ জয় ছাড়া প্রিমিয়ারে টিকে থাকা ছিল তাদের পক্ষে অসম্ভব। রেলিগেশন লিগের প্রথম রাউন্ডে সিটি ক্লাবকে হারিয়ে আশায় বুক বেধেছিল খেলাঘর।
তবে ব্রাদার্সের বাধা পেরুতে পারেনি খেলাঘর। বৃহস্পতিবার ফতুল্লায় হেরে গেছে তারা ৮ উইকেটে। ব্রাদার্সের কাছে হেরে যাওয়ায় প্রিমিয়ার ডিভিশন থেকে প্রথম বিভাগে অবনমন হয়ে গেল খেলাঘরের।
টসে জিতে কার্টেল ওভারের ম্যাচে (৩৭ ওভার) ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে খেলাঘরকে পুরো ওভার পার করতে দেয়নি ব্রাদার্স। বাঁ হাতি পেসার আবু হায়দার রনি (৩/২৭) এবং বাঁ হাতি স্পিনার রায়হানউদ্দিনের (৩/২৯) বোলিংয়ে খেলাঘরকে ১৫২/১০-এ অল আউট করেছে ব্রাদার্স। খেলাঘরের ভারতীয় ক্রিকেটার শচীন বেবি করেছেন সর্বোচ্চ ৬৪ রান।
জবাবে ব্যাট করতে নেমে ওপেনার তান্নার হার না মানা ৮৭* (১০৭ বলে ১০ চার, ২ ছক্কা) এবং সাদিকুরে (৪৪ বলে ৩৭) রানে ১৩ বল হাতে রেখে ৮ উইকেটে জিতে প্রিমিয়ারে টিকে থেকেছে ঐতিহ্যবাহী ক্লাব ব্রাদার্স ইউনিয়ন (১১ ম্যাচে ৮ পয়েন্ট)। রেলিগেশন লিগ ৪ পয়েন্ট নিয়ে শেষ করে প্রথম বিভাগে নেমে গেছে খেলাঘর।
খেলাঘর সমাজকল্যান: ১৫২/১০ (৩৫.১ ওভারে)
ব্রাদার্স ইউনিয়ন : ১৫৪/২ (৩৪.৫ ওভারে)
ফল : ব্রাদার্স ইউনিয়ন ৮ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : ইমতিয়াজ তান্না (ব্রাদার্স)।