বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ১১:১৬ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি :: দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-সহকারী পরিচালক পদে নিয়োগ পেয়েছেন কুলাউড়া উপজেলার মিজানুর রহমান চৌধুরী।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুদক সচিব মো. মাহবুব হোসেনের স্বাক্ষরিত এক আদেশে তাকে এ নিয়োগ দেওয়া হয়।
মিজান উপজেলার বরমচাল ইউনিয়নের মাধবপুর গ্রামের মুফিজুর রহমান চৌধুরীর ছেলে।
জানা গেছে, মিজান সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) থেকে ২০১৬ সালে বিবিএ (মার্কেটিং) ও ২০১৭ সালে এমবিএ (মার্কেটিং) শেষ করে ঝিনাইদহ জেলার বিসিক জেলা কার্যালয়ে সম্প্রসারণ কর্মকর্তা হিসেবে চাকরিতে যোগদান করেন। পরে বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-সহকারী পরিচালক পদে তিনি নিয়োগ পান।
উল্লেখ্য, একইদিন দুর্নীতি দমন কমিশনের (দুদক) ১৪৪ জনকে উপ-সহকারী পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়।