1. newsmkp@gmail.com : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. info@fxdailyinfo.com : admi2017 :
  3. admin@mkantho.com : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
জাতীয় :  সন্ধ্যায় তিন বিভাগে কালবৈশাখীর আশঙ্কা

কোপা দেল রে চ্যাম্পিয়ন বেটিস

  • আপডেট টাইম : রবিবার, ২৪ এপ্রিল, ২০২২
  • ২৪১ বার পঠিত

ক্রীড়া ডেস্ক : ম্যাচের শুরুতে রিয়াল বেটিস এগিয়ে যাওয়ার পর পাল্টা জবাব দিতে খুব বেশি সময় নেয়নি ভালেন্সিয়া। তবে এরপর আর কেউ পেল না জালের দেখা। নির্ধারিত সময় পেরিয়ে অতিরিক্ত ৩০ মিনিটেও স্কোরলাইনে সমতা। অবশেষে টাইব্রেকারে তৈরি হলো ব্যবধান। ভালেন্সিয়াকে হারিয়ে দীর্ঘ ১৭ বছর পর কোপা দেল রে চ্যাম্পিয়ন হলো বেটিস।

সেভিয়ায় শনিবার রাতের ফাইনালে বোরহা ইগলেসিয়াসের গোলে বেটিস এগিয়ে যাওয়ার পর সমতা টানেন হুগো দুরো। নির্ধারিত ও অতিরিক্ত সময় ১-১ সমতায় শেষ হয়। পরে টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে জিতে শিরোপা উৎসব শুরু করে বেটিস।

ম্যাচে ১১ মিনিটে ম্যাচের প্রথম উল্লেখযোগ্য সুযোগ পেয়েই এগিয়ে যায় বেটিস। ডান দিক দিয়ে আক্রমণে উঠে এক্তর বেইয়েরিন ক্রস বাড়ান ছয় গজ বক্সের মুখে। আর দারুণ হেডে বল জালে পাঠান ইগলেসিয়াস। ৩০তম মিনিটে ভালেন্সিয়াও প্রথম সুযোগ পেয়ে সমতা টানে। প্রতি-আক্রমণে সতীর্থের থ্রু পাস ধরে ডি-বক্সে ঢুকে চিপ শটে আগুয়ান গোলরক্ষকের ওপর দিয়ে বল জালে পাঠান দুরো।

বিরতির আগে আবার এগিয়ে যেতে পারত বেতিস। তবে সার্জিও কানালেসের শট পোস্টে বাধা পায়। দ্বিতীয়ার্ধেও লড়াই চলে জমজমাট। দুই দলই দারুণ কয়েকটি সুযোগ পায়। ৭৮তম মিনিটে আরেক দফা দুর্ভাগ্য বাঁধ সাধে বেতিসের সামনে; এবার হুয়ানমির শট পোস্টে লাগে।

বেটিসের নাবিল ফেকির ও ভালেন্সিয়ার কার্লোস সলের সুবর্ণ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ৩০ মিনিটের এই লড়াইয়ে অবশ্য কেউই তেমন উল্লেখযোগ্য কিছু করতে পারেনি।

টাইব্রেকারেও লড়াই হলো দারুণ। কিন্তু একমাত্র ভুলটা করে বসলেন মুসাহ। সুযোগ কাজে লাগিয়ে চ্যাম্পিয়ন হলো লা লিগার পয়েন্ট টেবিলে পাঁচ নম্বর দল বেটিস। ২০০৪-০৫ মৌসুমের সেই কোপা দেল রে জয়ের পর এই প্রথম মেজর কোনো শিরোপা জিতল দলটি।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..