বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ০১:৪১ অপরাহ্ন
স্টাফ রিপোটার: কুলাউড়ায় পরিবারের বেখেয়ালিপনায় পুকুরের পানিতে ডুবে মরিয়ম বেগম নামে ৩ বছরের শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। রবিবার ২৫ এপ্রিল উপজেলার উত্তর জয়চন্ডী এলাকা শিশুটির খালা আঙ্গুরী বেগমের বাড়িতে দুপুরের যে কোন এক সময় ঘটনাটি ঘটে। মরিয়ম উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের নবীনগর এলাকার শাহীন মিয়া ও আফিয়া বেগমের সন্তান। স্থানীয় ও পরিবার সুত্রে জানা যায়, মরিয়মের মা আফিয়া বেগম নিজের শিশু কন্যাকে নিয়ে শনিবার বিকালে বোন আঙ্গুরী বেগমের বাড়িতে বেড়াতে আসেন। রোববার দুপুরে পরিবারের সকলের অগোচরে যে কোন এক সময় মরিয়াম পুকুরের পানিতে ডুবে যায়।
প্রায় ঘণ্টা খানেক অনেক খোঁজাখুঁজির পর এক পর্যায়ে বাড়ির সামনের পুকুরে ভাসমান অবস্থায় মরিয়মকে দেখতে পান স্থানীয়রা। সেখান থেকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক (এমও) আসিফ হায়দার শিশু মরিয়মকে মৃত বলে জানান।মরিয়মের খালু রফিক মিয়া জানান, পুকুর পাড় দিয়ে তিনি কয়েকবার যাওয়া-আসা করেছেন। পানির নড়াচড়া এবং একটি বদনা পানিতে ভাসতেও তিনি দেখেছেন। কিন্তু কে জানে, সেখানে শিশু বাচ্চাটি ডুবে আছে ।স্থানীয় ইউপি সদস্য মো. লোকমান মিয়া পুকুরের পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়টির নিশ্চিত করেছেন।