1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ০২:৩৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

‘পরীমনি, মাহির পর আর কোনো নায়িকাকে চিনি না’

  • আপডেট টাইম : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ৪৪৪ বার পঠিত

অনলাইন ডেস্ক: ২০০৩ সালে মোহাম্মদ হোসেন পরিচালিত ‘ফায়ার’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বড়পর্দায় যাত্রা শুরু করেন চিত্রনায়িকা পলি। এরপর অভিনয় করেন ১১৩টি সিনেমায়। সবশেষ ২০১২ সালে ‘এক নম্বর আসামী’ সিনেমায় দেখা যায় তাকে। প্রযোজনায় করেছিলেন বেশ কিছু ছবি। এরপর আর অভিনয় করেননি। চলে যান আড়ালে। ঢাকাই চলচ্চিত্রে এক সময়ের চাহিদা সম্পন্ন চিত্রনায়িকাদের তালিকায় থাকা পলি এখন কোথায়, কী করছেন, সিনেমায় নেই কেন- নানান প্রশ্ন সিনেমাপ্রেমীদের মনে। সেই সব প্রশ্নের উত্তর খুঁজতে খোঁজ নেয়া হয় পলির। শুরুতে তার কাছে বর্তমান অবস্থা প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি মানবজমিনকে বলেন, বর্তমানে স্বামী-সন্তানের সঙ্গে গুলশানে থাকছি। এগ্রো বিজনেস করছি। পোল্ট্রি ফিডের একটা কোম্পানি আছে আমাদের। ওই কোম্পানির ডিরেক্টর আমি। পাশাপাশি একটা বুটিক হাউজও পরিচালনা করছি। সব মিলিয়ে খুব সুখে জীবন পার করছেন উল্লেখ করেন পলি। সিনেমায় থাকা অবস্থায় পলির একরকম জীবন। এখন অন্যরকম। দুই জীবনের পার্থক্য বিশ্লেষণ করতে গিয়ে পলি আরও বলেন, ওই সময়টাতে অনেক পরিশ্রম করেছি। রোদের মধ্যে দাঁড়িয়ে শুটিং করতে হয়েছে। একটা চরিত্র ফুটিয়ে তুলতে অনেক কষ্ট করতে হয়েছে। মূল পার্থক্যটা হচ্ছে, আগে কষ্ট করেছি, সেটার ফলাফল ওরকম পাইনি। কিন্তু এখন কষ্ট কম করি, কিন্তু ফলাফল অনেক ভালো। যদি আয়ের দিক দিয়ে হিসেব করি তখন আমার কষ্ট হয়েছে বেশি, কিন্তু আয় হয়েছে কম। এখন আমার কষ্ট কম। আয় হচ্ছে বেশি। এক্ষেত্রে আমি বলতে পারি আগের তুলনায় ভালো আছি। অন্য পেশায় চলে গেলেও নায়িকা পরিচয়টা দিতে এখনও গর্ববোধ করেন পলি। এ বিষয়ে ‘ফায়ার’ খ্যাত নায়িকা বলেন, বাংলাদেশে ১০০ পপুলার নায়িকা থাকলে আমি কিন্তু তার মধ্যে একজন। অসংখ্য নায়িকা আসছে ইন্ডাস্ট্রিতে। মানুষজন চিনে কয় জনকে? কিন্তু পলিকে লোকজন চিনে। কোথাও গেলে মানুষজন বলে, পলি আপার ছবি দেখেছি। পলি আপার ছবি টিভিতে চলে। পলি আপার ছবি হলে গিয়ে দেখেছি। এটা তো অনেক বড় পাওয়া। এজন্য গর্ববোধই করি সবসময়ই। একশর উপর ছবি করেছি। এখন তো নায়িকারা ৪/৫ টা ছবি করে হারিয়ে যায়। ওদের নামই নাই। একজন পলি, একজন অপু বিশ্বাস কেউ হতে পারছে এখন? আমি নিজেও এখনকার যুগের নায়িকাদের চিনি না। নামও জানি না। পরীমনি, মাহির পর আর কোনো নায়িকাকে চিনি না। কে আসছে, কে যাচ্ছে। কিছুই জানি না। সেক্ষেত্রে নায়িকা জীবন পুরোটাই স্বার্থক বলে আমি মনে করি। উল্লেখ্য, জনপ্রিয় সব চিত্রনায়কের বিপরীতে অভিনয় করেছেন পলি। এ তালিকায় রয়েছে চিত্রনায়ক মান্না, শাকিব খান, রুবেল, আমিন খান, অমিত হাসান, আলেকজান্ডার বো, মেহেদীসহ অনেকে।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..