মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০১:১৩ পূর্বাহ্ন
জুড়ী সংবাদদাতাঃ আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সারা দেশের মতো মৌলভীবাজারের জুড়ীতে ভূমিহীন ও গৃহহীন ৩৫টি পরিবারকে প্রধানমন্ত্রীর উপহারের ঘর প্রদান করা হচ্ছে। মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্পের আওতায় তৃতীয় পর্যায়ে এসব পরিবারের হাতে নতুন ঘর তুলে দেওয়া হচ্ছে। আগামী ২৬ এপ্রিল আনুষ্ঠানিক ভাবে উপকার ভোগীদের মাঝে ঘর গুলো হস্তান্তর করা হবে। এ উপলক্ষে রোববার (২৪ এপ্রিল) জুড়ী উপজেলা প্রশাসন উপজেলা পরিষদ সভাকক্ষেসংবাদ সম্মেলনের আয়োজন করেছে।
সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা বলেন, মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্পের আওতায় মাননীয় প্রধানমন্ত্রী ভূমিহীন ও গৃহহীনদের ঘর প্রদান করছেন। এরই আওতায় প্রথম ৭ ও দ্বিতীয় পর্যায়ে ১৬৯ জনকে ঘর প্রদান করা হয়েছে। এবার ঈদ উপলক্ষে তৃতীয় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীনদের ঘর প্রদান করা হবে। আগামী
২৬ এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে দেশব্যাপী ভূমিহীন ও গৃহহীনদের ঘর হস্তান্তর করবেন। ওইদিন সকাল ১০টায় উৎসবমুখর পরিবেশে জুড়ীর ৩৫টি পরিবারকে উপজেলা পরিষদ হলরুমে নতুন ঘরের চাবি প্রদান করা হবে। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর উল্লেখযোগ্য হচ্ছে অর্জন হচ্ছে ভূমিহীন ও গৃহহীনদের ঘর প্রদান করা। মাননীয় প্রধানমন্ত্রীর সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে আমরা সবোর্চ্চ নিষ্টার সাথে চেষ্টা করেছি।
সংবাদ সম্বেলনে উপস্থিত ছিলেন, জুড়ী প্রেসক্লাব সাবেক সাধারণ সম্পাদক ও হাকালুকি নিউজ সম্পাদক এম এম সামছুল ইসলাম, হারিছ মোহাম্মদ, কল্যাণ প্রসূন
চম্পু, মনিরুল ইসলাম, শাহীন আহমদ, আহমদ আলী, হুমায়ুন কবির বাপ্পি,
ইকবাল হোসেন খান ও জালাল উদ্দিন প্রমূখ।