বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ১২:২৫ অপরাহ্ন
শ্রীমঙ্গল প্রতিনিধি :: শ্রীমঙ্গলের অপরাজিতার নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের অধীনে উপজেলা পর্যায়ে যোগাযোগ দক্ষতা উন্নয়ন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষন অনু্ষ্ঠিত হয়েছে। আজ রবিবার শ্রীমঙ্গল কৃষি অধিদপ্তরের প্রশিক্ষন কেন্দ্রে অপরাজিতা প্রকল্পের আয়োজনে এই প্রশিক্ষন অনু্ষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষনে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত। দিনব্যাপী প্রশিক্ষনে রিসোর্স পার্সন হিসেবে উপস্হিত ছিলেন- অপরাজিতা প্রকল্পের জেলা কো-অর্ডিনেটর মর্জিনা আক্তার, জেলা প্রজেক্ট অফিসার অমিয় বর্মন লিটন, উপজেলা সমন্বয়কারি তাহমিনা পারভিন প্রমুখ।
প্রশিক্ষনে উপজেলার ৯ ইউনিয়নের অপরাজিতা, নির্বাচিত নারী জনপ্রতিনিধি, সম্ভাব্য নারী প্রতিনিধিসহ ৩২ জন অংশগ্রহন করেন।
অপরাজিতা সুত্র জানায়, প্রশিক্ষন শেষে অংশগ্রহনকারীগন রাজনৈতিক দল এবং অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে যোগাযোগ ও সংলাপের সক্ষমতা বৃদ্ধি পাবে। এর ফলে তাদের রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ে কমিটিতে ও নির্বাচনে রাজনৈতিক দলের সমর্থন ও সুযোগ তৈরি হবে।