সোমবার, ০৫ জুন ২০২৩, ০২:০০ পূর্বাহ্ন
ক্রীড়া ডেস্ক :: এশিয়ান গেমস হকির বাছাইয়ে ‘বি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। গ্রুপে বাংলাদেশের অন্য তিন প্রতিপক্ষ শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুর। বাংলাদেশের গ্রুপে চারটি দল থাকলেও ‘এ’ গ্রুপে পাঁচটি দল।
বাছাই পর্বের প্রথম ম্যাচে আগামী ৭ মে বাংলাদেশের প্রতিপক্ষ ইন্দোনেশিয়া। এরপর ১০ মে শ্রীলঙ্কার বিপক্ষে লড়বেন জিমিরা। দুদিন বাদে ১২ মে গ্রুপের শেষ ম্যাচে সিঙ্গাপুরের মোকাবেলা করবে বাংলাদেশ।
এরপর ১৪ মে সেমিফাইনাল খেলবে দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল। পরের দিন ফাইনাল। আগামী ৬ থেকে ১৫ মে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি।