শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৫:৩৩ পূর্বাহ্ন
হবিগঞ্জ প্রতিনিধি :: বুধবার (২৭ এপ্রিল) দুপুরে জনৈক অটোরিক্সা চালক মাধবপুর মনতলা রাস্তার আলাকপুর গ্রামের অদুরে রাস্তার পাশে একটি কার্টুনে ভর্তি নবজাতকের লাশ দেখতে পেয়ে ৯৯৯ এ কল করে বিষয়টি জানান।
পরে মাধবপুর থানার এসআই সামসুল আরেফিন কার্টুনে ভর্তি নবজাতকের মরদেহ উদ্ধার করে। পুলিশের ধারণা সকালে কোন এক সময় মেয়ে নবজাতকের মরহদেহ একটি কার্টুনে ডুকিয়ে কেবা কারা এখানে রেখে যায়। পরে এ খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ভীড় করে।
মাধবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) গোলাম কিবরিয়া হাসান জানান, নবজাতকের মরদেহটি ময়না তদন্তেরর জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে এ শিশুটি কারো পাপের ফসল।