শনিবার, ১০ জুন ২০২৩, ০১:৩৭ অপরাহ্ন
আব্দুল বাছিত খান :: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ইউনিয়ন ও পৌরসভার হতদরিদ্র পরিবারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে খাদ্য শস্য বিতরণ করেন মৌলভীবাজার -৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব উপাধ্যক্ষ ড মোঃ আব্দুস শহিদ এমপি। তিনি মঙ্গলবারে কমলগঞ্জ পৌরসভা ও মাধবপুর ইউনিয়নে খাদ্য শস্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পৌর এলাকায় ৩ হাজার ৮১টি ও মাধবপুর ইউনিয়নে ১০৭০ পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ২৭ এপ্রিল বুধবার সকাল সাড়ে ১১টায় ১নং রহিমপুর ইউনিয়ন পরিষদে ১৩০৫ পরিবারের মধ্যে ভিজিএফ কর্মসুচীর আওতায় চাউল বিতরণ করা হয়। রহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইফতেখার আহমেদ বদরুল এর সভাপতিত্বে শামিম ওসমানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা আওয়ামিলীগ এর সাবেক সভাপতি এম. মোসাদ্দেক আহমেদ মানিক, এছাড়াও উপস্থিত ছিলেন ইউপি সচিব ভিষু ভুষণ রায়, সাবেক সচিব অজয় কুমার দাশ চৌধুরী, ইউপি সদস্য মাহমুদ আলী, মোঃ জুনেদ খান, বাবু সিতাংশু কর্মকার, বাবু ধনা বাউরী, বুলবুল আহমেদ ওয়াতির, রাসেল আহমেদ চৌধুরী, সামসুল হক, শাহান পারভেজ শিপন, জাকির হোসেন, সংরক্ষিত মহিলা সদস্য রেজিয়া বেগম, খুশবা বেগম, পপি বেগম প্রমুখ।