মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৭ পূর্বাহ্ন
শ্রীমঙ্গল প্রতিনিধি :: শ্রীমঙ্গলে সমতলে বসবাসরত ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠির শিার্থীদের মধ্যে বাইসাইকেল ও শিাবৃত্তি বিতরণ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব নজরুল ইসলাম।
এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি উপাধ্য ড. মো. আব্দুস শহীদ এমপি।
এ সময় ৩০ জন প্রাথমিক শিার্থীর প্রত্যেককে ২৪০০ টাকা, ১০ জন মাধ্যমিক শিার্থীদের প্রত্যেককে ৬ হাজার টাকা করে মোট ১ লাখ ৩২ হাজার টাকার শিাবৃত্তি প্রদান করা হয়। এছাড়া ৪০ জন ষষ্ঠ শ্রেণির শিার্থীকে ৪০টি বাইসাইকেল প্রদান করা হয়।
এদিকে মাননীয় প্রধানমন্ত্রীর কর্যালয়ের শিানবিশ কর্মসূচির আওতায় ২০ জন শিার্থীকে ২০টি সেলাই মেশিন ও ২০ জন প্রশিককে ৬ হাজার টাকা করে ১ লাখ ২০ হাজার টাকা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, সহকারী কমিশনার (ভূমি) সন্ধীপ তালুকদার ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত প্রমুখ।