1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

যুক্তরাষ্ট্র থেকে আসছে আরও ৩০ লাখ ডোজ ফাইজারের টিকা

  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২
  • ২৭৪ বার পঠিত

ডেস্ক রিপোর্ট :: বাংলাদেশের জনগণের জন্য করোনাভাইরাস প্রতিরোধী আরো ৩০ লাখ ডোজ ফাইজারের টিকা উপহার দিচ্ছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (২৯ এপ্রিল) ঢাকায় মার্কিন দূতাবাসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

নতুন ৩০ লাখ ডোজ টিকা বাংলাদেশে পৌঁছালে যুক্তরাষ্ট্রের সহায়তা হিসেবে প্রাপ্ত টিকার মোট সংখ্যা হবে ৬ কোটি ৪০ লাখ ডোজে।

দূতাবাসের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, এই চালানে ফাইজার টিকায় ‘রেডি-টু-গো’ নামে নতুন একটি ফর্মুলা ব্যবহার করা হয়েছে। ফলে এটি প্রয়োগের আগে কোনো ‘ডাইলুয়েন্টের’ সঙ্গে মিশ্রণের প্রয়োজন হয় না। এতে টিকাটি সরাসরি ব্যবহার করা যায়। এছাড়া এই নতুন টিকা ন্যূনতম কোল্ড-চেইনের মাধ্যমে দীর্ঘ সময়ের জন্য সংরক্ষণ করা যায়।

বাংলাদেশ সরকার পরিচালিত করোনা টিকার বুস্টার ডোজ প্রয়োগের অভিযানকে আরও গতিশীল করার সমর্থনে যুক্তরাষ্ট্র এই টিকা পাঠাচ্ছে বলেও বিবৃতিতে জানানো হয়।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র ২০২২ সালে বিশ্বব্যাপী শতকোটি ডোজ করোনার টিকা অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। বাংলাদেশে করোনাভাইরাস প্রতিরোধেও সক্রিয়ভাবে অংশ নিয়েছে দেশটি। টিকা উপহার দেওয়ার পাশাপাশি টিকার সঠিক ব্যবস্থাপনা ও সঠিক পদ্ধতিতে টিকাদান বিষয়ে সাত হাজারের বেশি বাংলাদেশি স্বাস্থ্যসেবা দানকারীকে প্রশিক্ষণ দিয়েছে।

 

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..