মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৫:১৪ অপরাহ্ন
কমলগঞ্জ প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মরহুম আলফাজ উদ্দীনের পুত্রবধু ও মরহুম জামাল উদ্দীনের স্ত্রী আমেরিকা প্রবাসী কামরুন নাহার কর্তৃক প্রতিষ্টিত জামাল-কামরুন ফাউন্ডেশনের উদ্যোগে প্রথম বারের মতো সমাজের সুবিধাবঞ্চিত, অসহায়, দরিদ্র শতাধিক মানুষের মাঝে ও আলফাজ উদ্দিন মোহাম্মদীয়া হাফিজীয়া মাদ্রাসায় শনিবার (৩০ এপ্রিল) সকাল ১১টায় উপজেলার আম্বিয়া কিন্ডার গার্টেন স্কুল মাঠে উপহার হিসাবে নগদ অর্থ প্রদান করা হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ঠিকাদার ও সমাজসেবক আলফাজ উদ্দিন মোহাম্মদীয়া হাফিজীয়া মাদ্রাসার সভাপতি মো. আশরাফ উদ্দিন চৌধুরী।
মো. আজহার উদ্দিন বাদশার সভাপতিত্বে ও সাংবাদিক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আম্বিয়া কিন্ডার গার্টেন স্কুল এর প্রতিষ্ঠাতা, জনতা ব্যাংক লিমিটেড এরিয়া অফিস মৌলভীবাজার প্রিন্সিপাল অফিসার মো. সালাহ্ উদ্দিন, অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. আব্দুল বাছিত, সমাজসেবক নুরুল ইসলাম।
জনতা ব্যাংক লিমিটেড এরিয়া অফিস মৌলভীবাজার প্রিন্সিপাল অফিসার মো. সালাহ্ উদ্দিন বলেন, সমাজের সুবিধাবঞ্চিত, অসহায়,দরিদ্র মানুষের মাঝে আমাদের এ ধরনের সহযোগীতা অব্যাহত থাকবে।