শনিবার, ০৩ জুন ২০২৩, ১১:২৯ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট :: ফের লঞ্চ চলাচল শুরু হয়েছে শিমুলিয়া-মাঝিরকান্দি রুটে। শনিবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৭ থেকে বৈরী আহাওয়া ও কালবৈশাখী ঝড়ের কারণে শিমুলিয়া ঘাট থেকে বাংলাবাজার ও মাঝিরকান্দি নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছিল।
জানা গেছে, স্বাভাবিক সময়ে এ নৌ-রুটে রাত ৮ পর্যন্ত লঞ্চ চলাচল করলেও ঈদ উপলক্ষে সকাল সাড়ে ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত সময় বাড়ানো হয়। তবে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হাওয়ায় সন্ধ্যা ৭টা ১০ মিনিট থেকে শিমুলিয়া-বাংলাবাজার-মাঝিকান্দি নৌ-রুটে সকল লঞ্চ চলাচল রাখা হয়েছিল।