বুধবার, ০৭ জুন ২০২৩, ০৫:৫০ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট :: মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। লঞ্চঘাটে রয়েছে যাত্রীদের উপচে ভিড়। আজ রবিবার (১ মে) সকাল ৯টা পর্যন্ত ঘাটে দূরপাল্লার বাস, প্রাইভেটকার ও মাইক্রোবাসসহ পাঁচ শতাধিক যানবাহন পারাপারের অপোয় ছিল।
আটকেপড়া যানবাহনের যাত্রীরা মধ্যরাত থেকে দুর্ভোগের শিকার হন। তবে কাটা লাইনের যাত্রীরা ঘাটে এসেই ফেরি ও লঞ্চ পার হতে পারছেন।
বিআইডব্লিউটিসির আরিচা অঞ্চলের ডিজিএম মো. খালেদ নেওয়াজ জানান, শনিবার রাত ১২টা পর্যন্ত ঘাটে অপেমান কোনো যানবাহন ছিল না। কিন্তু এরপর হঠাৎ দূরপাল্লার বাসের চাপ বাড়তে থাকে।
তিনি জানান, এসব যানবাহন মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যানজটে আটকা পড়েছিল। তবে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ২১টি ফেরিই সচল রয়েছে। যানবাহনগুলোকে সুশৃঙ্খলভাবে পারাপার করা হচ্ছে। যে কারণে যাত্রী ও যানবাহনের চাপ থাকলেও পারাপারে খুব বেশি ভোগান্তি নেই।