বুধবার, ০৭ জুন ২০২৩, ০৪:৩১ পূর্বাহ্ন
আর্ন্তজাতিক ডেস্ক :: আফগানিস্তানের কাবুলে গাড়িতে বোমা বিস্ফোরণে এক নারী নিহত হয়েছে। এ সময় আহত হন আরও অনেকে।
ইসলামিক স্টেট (আইএস) এক টেলিগ্রামে এই হামলার দায় স্বীকার করেছে। বোমা হামলায় আরও ৩ জন আহত হয়েছে বলে জানিয়েছে প্রত্যদর্শীরা। যদিও ঈদের আগে নিরাপত্তা জোরদার করার দাবি করে তালেবান সরকার।
এর আগে, শুক্রবার কাবুলে বোমা বিস্ফোরণে মসজিদে বোমা বিস্ফোরণে ৬৬ জন মারা যান। গত কয়েক সপ্তাহে আফগানিস্তানে কয়েক দফা বোমা হামলা হয়েছে। এসব হামলায় শতাধিক বেসামরিক নাগরিক নিহত হন।