সোমবার, ০৫ জুন ২০২৩, ০৩:৪০ অপরাহ্ন
সিলেট প্রতিনিধি :: সিলেটের লালদীঘির পাড় হকার্স মার্কেটের আগুন প্রায় সাড়ে ৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিটের চেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে আসে।
সোমবার (২ মে) ভোর সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। সিলেট ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মামুন পারভেজ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট প্রায় সাড়ে ৩ ঘণ্টা ধরে কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছে।
এর আগে ডিউটি অফিসার মামুন পারভেজ জানান, সোমবার (২ মে) রাত সোয়া ৩টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছুই জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
এদিকে, সিলেট কোতয়ালী থানার এক পুলিশ অফিসার বলেন, আমরা রাতের ডিউটি করার সময় ওয়্যারলেসের মাধ্যমে খবর পাই যে সিলেট হকার্স মার্কেটের ৫ নম্বর গলিতে আগুন লেগেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা চলে আসি এবং ফায়ার সার্ভিসের কয়েকটি টিম যত দ্রুত সম্ভব ঘটনাস্থলে চলে আসে।
তিনি জানান, এই গলিতে শুকনা কাপড়, সিল্কের কাপড়ের দোকান থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে।
এদিকে, মার্কেটে আগুন লাগায় কয়েক কোটি টাকার ক্ষতি হওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।