শনিবার, ১২ জুলাই ২০২৫, ১০:০০ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট :: রাজধানীর কদমতলী এলাকার ‘ বুড়িগঙ্গা ইকোপার্ক’ নামে একটি পার্কের রোলার কোস্টার থেকে পড়ে মো. রাব্বি (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩ মে) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) দীপঙ্কর বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ দুপুরে ঈদ আনন্দের ঘোরাঘুরি করতে রাব্বি তার পরিবার এবং বন্ধুদের সঙ্গে বের হয়েছিল। ঘুরাঘুরির একপর্যায়ে তারা কদমতলীতে অবস্থিত বুড়িগঙ্গা ইকোপার্ক নামে একটি পার্কে যায়। সেখানে রাব্বি রোলার কোস্টারে উঠে। রাইড চলার এক পর্যায়ে রাব্বি রোলার কোস্টার থেকে নিচে পড়ে যায়। এতে মাথাসহ শরীরের বিভিন্ন অংশে মারাত্মক জখম হয় রাফির। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সে পরিবারের সঙ্গে রাজধানীর গেন্ডারিয়ায় থাকত।
তিনি আরও বলেন, এখন পর্যন্ত এটি একটি দুর্ঘটনায় মনে হচ্ছে। আমি কিছুক্ষণ আগে ঢামেক হাসপাতালে এসেছি। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এই বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।