বুধবার, ৩১ মে ২০২৩, ১০:০১ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট :: আজ মঙ্গলবার (৩ মে) রাত ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা ঢাকা ও মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
সঞ্চালন ও বিতরণ লাইনে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে জানিয়ে এক বিজ্ঞপ্তিতে দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সঞ্চালন ও বিতরণ লাইনে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ৪৮ ঘণ্টা ঢাকার আমিনবাজার, হেমায়েতপুর, সাভার, আশুলিয়া ও মানিকগঞ্জ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। একইসঙ্গে রাজধানীর গাবতলী, মাজার রোড, কল্যাণপুর, শ্যামলী, মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি এলাকায় গ্যাসের সংকট বিরাজ করতে পারে। সাময়িক অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।