বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ১১:৫৪ অপরাহ্ন
আব্দুল বাছিত খান :: মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বিদায় সম্মাননা প্রদান। ৮ মে রবিবার বিকালে কমলগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশেকুল হকের পদন্নোতিজনীত বিদায় উপলক্ষে সম্মাননা প্রদান করা হয়। কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিৎ রায় এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান এর সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমেদ, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান, জেলা পরিষদের সাবেক সদস্য অধ্যক্ষ হেলাল উদ্দিন প্রমুখ। এছাড়াও কমলগঞ্জ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ তাদের অনুভূতি প্রকাশ করেন।