সোমবার, ০৫ জুন ২০২৩, ০৪:৫৪ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি :: বড়লেখায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ভোক্তা অধিকার আইনে ৬ ব্যবসায়িকে ২০ হাজার টাকা জরিমানা করেছে। বুধবার বিকেলে পৌরশহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভুমি) জাহাঙ্গীর হোসাইন। এসময় থানা পুলিশ আদালত পরিচালনায় সহায়তা করেছে।
জানা গেছে, ব্যবসায়িরা পণ্যের গায়ে লেখা ধার্যমূল্য ঘষামাজা করে উঠিয়ে অতিরিক্ত মূল্য লিখে বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শণ না করায় ভ্রাম্যমাণ আদালত অর্থদন্ড প্রদান করেছে।
সহকারি কমিশনার (ভুমি) ভ্রাম্যমাণ আদালত চালিয়ে ৬ ব্যবসায়িকে জরিমানা করার সত্যতা নিশ্চিত করে জানান, এসময় অন্যান্য সকল ব্যবসায়ীকে সরকার কর্তৃক নির্ধারিত নিয়ম মেনে ভোক্তাদের নিকট ধার্যকৃত মূল্যে পণ্য বিক্রির ব্যাপারে সতর্ক করা হয়েছে।