শনিবার, ১০ জুন ২০২৩, ০২:২০ অপরাহ্ন
বিনোদন ডেস্ক :: ঢাকার রাশিয়ান হাউসের সহায়তায় বাংলাদেশী জনপ্রিয় সংগীত শিল্পী মৌসুমী আক্তার শ্রাবণী এবং গায়ক মোঃ আলাউদ্দিন গত ৯ মে মস্কোতে অমর রেজিমেন্ট আন্তর্জাতিক মঞ্চে কনসার্ট প্রোগ্রামে সফলভাবে পারফর্ম করেন । আধুনিক আয়োজনে ঐতিহ্যবাহী গান শ্রোতা ও আয়োজকদের আগ্রহ বাড়িয়ে দেয়।
তারা একটি সিরিজ সাক্ষাত্কার দিয়েছে, বিশেষত, “Zvezda” টিভি চ্যানেল এবং “Izvestia” তথ্য পোর্টালে । রাশিয়ার রাজধানীতে তাদের সংক্ষিপ্ত থাকার সময়ে তারা শহরটি দেখতে এবং এর বাসিন্দাদের সাথে দেখা করার জন্যও ঘুরে এসেছিল।
গোর্কি কালচারাল অ্যান্ড এন্টারটেইনমেন্ট সেন্টার পার্কে প্রথমবারের মতো অমর রেজিমেন্টের আন্তর্জাতিক মঞ্চের আয়োজন করা হয়েছে।
কনসার্ট প্রোগ্রামে বাংলাদেশ, সার্বিয়া, ভারত, চীন, তুরস্ক, গ্রীস, স্পেন সহ মোট ৫৮টি দেশের সংগীত শিল্পীরা অংশ নিয়েছিলেন।